রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | ‘সবকিছুর একটা সময় থাকে’, একের পর এক হারে এবার প্রশ্ন ধোনির নেতৃত্ব নিয়ে

Kaushik Roy | ০৩ মে ২০২৫ ১৭ : ১৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হতাশাজনক পারফরম্যান্সের পর মহেন্দ্র সিং ধোনির ফর্ম ও ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। প্লে-অফে পৌঁছানোর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া প্রথম দল চেন্নাই সুপার কিংস। এর পরই প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ড্যারেন গাঙ্গা প্রশ্ন তোলেন ধোনিকে ফের অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে।

রুতুরাজ গায়কোয়াড়ের চোটের পর ধোনির হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে গাঙ্গা বলেন, ‘যদি আগামী মরশুমের জন্যই পরিকল্পনা করা হয় তাহলে এমন একজন খেলোয়াড়ের ওপর ভরসা করা কতটা যুক্তিসঙ্গত, যিনি আইপিএলের বাইরের সময়টায় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না?’

চেন্নাই ম্যানেজমেন্টকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘এটা কি দলের জন্য বাড়তি ঝুঁকি নয়? এমন একজন ক্রিকেটারের ফিটনেস ও পুরো মরশুম খেলার ক্ষমতার উপর নির্ভর করা কতটা সঠিক? এই ধরনের সিদ্ধান্ত যেন এক জায়গায় আটকে পড়ে থাকা, এগোতে না পারার মতো’।

ধোনির অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে গাঙ্গা স্বীকার করেন যে, তিনি এখনও সিএসকে-র প্রথম একাদশে জায়গা পাওয়ার যোগ্য। তবে তাঁর মতে, এখনও যদি ধোনির মধ্যে অধিনায়কত্বের আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে সেটি দলের সামগ্রিক পরিস্থিতির জন্য ক্ষতিকারক হতে পারে।

গাঙ্গা বলেন, ‘আমার সবচেয়ে বড় প্রশ্ন হল—১৮ বছর ধরে যিনি দলের নেতৃত্বে আছেন, তাঁকে কি এখনও ক্যাপ্টেন হিসেবে ভাবা উচিত? আমরা সবাই জানি, নেতৃত্বেরও একটা সময়সীমা থাকে’।


CSK poor performance 2025Darren Ganga on CSKCSK roasted for IPL 2025 form

নানান খবর

সোশ্যাল মিডিয়া